নিজস্ব প্রতিনিধি: এবারের শীতে কাঁপছে দেশ। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। তাই খড়কুটো জ্বালিয়ে অনেকেই উষ্ণতার পরশ পেতে চাইছেন। তবে অসাবধানতায় আগুনে দগ্ধ হচ্ছেন, নারী-শিশুসহ সব বয়সী মানুষ।
আরও পড়ুন: মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
রংপুর মেডিকেল কলেজ বার্ন ইউনিটের তথ্যমতে, ২০১৬ - ২০২৩ সাল পর্যন্ত আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এই বিভাগে দুইশ'র বেশি রোগীর মৃত্যু হয়েছে।
রংপুর মেডিকেলের চিকিৎসক জানান, ডাক্তার, নার্স, ওষুধ, ও বেডসহ নানা সংকট রয়েছে হাসপাতালে। তাই চিকিৎসায় খরচ হচ্ছে বেশি। আর হাসপাতালের উপ-পরিচালক জানান, দগ্ধ রোগীদের জন্য নির্মাণ হচ্ছে আলাদা ভবন।
আরও পড়ুন: সেতুর পাশে থেকে লাশ উদ্ধার
ডা. শাহীন শাহ জানান, বার্ন ইনস্টিটিউশনের জন্য আলাদা একটি বিল্ডিং তৈরি হবে। তখন আরও চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আধুনিক সুযোগ সুবিধাও হয়ত থাকবে।
হাসপাতালের উপ-পরিচালক ডা. আ ম আখতারুজ্জামান জানান, ৮ লাখ মানুষের জন্য ১৪ বেড পর্যাপ্ত নয়। প্রতিনিয়ত মানুষ অসচেতনতার কারণে পুড়ে যাচ্ছে। মিড লেভেলের চিকিৎসক যদি থাকতো তাহলে অনেকটাই সুবিধা হতো।
এ ছাড়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক রোগী এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সান নিউজ/এএন