গাইবান্ধা প্রতিনিধি: হিমেল বাতাস ও ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় জবুথবু গাইবান্ধার জনজীবন। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পুরোনো কাপড়ের দোকানে ভিড় বাড়ছে।
আরও পড়ুন: দাম বেশি নিলে ৩৩৩ নম্বরে ফোন
সরেজমিনে দেখা যায়, শহরের গাউন মার্কেট এলাকায় পুরাতন কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন রাস্তার পাশে অস্থায়ী পুরোনো কাপড়ের দোকানগুলোতে শীত থেকে বাঁচতে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। কম দামে গরম কাপড় ক্রয় করতে পেরে খুশি সাধারণ মানুষ।
কাপড় ব্যবসায়ীগণ ঢাকা ও রংপুর থেকে পুরাতন কাপড়ের বান্ডেল (বেল) ক্রয় এলাকার রাস্তার পাশে দোকানে বসে বিক্রি করছেন। পুরাতন কাপড়ের দাম কম থাকায় নিম্ন আয়ের মানুষ উষ্ণতা পেতে ভিড় করছে ফুটপাতের হকার ও পুরাতন গরম কাপড়ের এসব দোকানগুলোতে।
আরও পড়ুন: পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ
শহরের প্রাণকেন্দ্র গাউন মার্কেট এলাকা ঘুরে দেখা যায়, পুরাতন কাপড়ের দোকানে ভিড় করছে সাধারণ মানুষ। শীত নিবারণের জন্য গরম কাপড় ক্রয় করছে তারা।
শীতের কাপড় ক্রয় করতে আসা রিক্সাচালক রফিকুল ইসলাম বলেন, ঠান্ডা অনেক বেশি, তাই একটা জ্যাকেট ক্রয় করবো। জ্যাকেট পরে রিক্সা চালালে শীত কম লাগবে।
পুরাতন কাপড় ব্যবসায়ী হায়দার আলী বলেন, গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। গরম কাপড়ের ক্রয়-বিক্রয় ভালো হচ্ছে।
সান নিউজ/এনজে