জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় ঘন কুয়াশায় দেখতে না পেয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাকিল আহমেদ (১৯) ও মাসুম মিয়া (১৯) নামের ২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন: স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা
রোববার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে এবং মাসুম কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে এবং পাকুটিয়া কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী।
আরও পড়ুন: পাটুরিয়ায়-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘনকুয়াশার কারণে সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাকচালক একে অপরকে দেখতে না পারায় মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে গিয়ে ২ জনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: সামন্ত লাল স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় মিষ্টি বিতরণ
এদিকে জেলার ঘাটাইলের ধলাপাড়া ঘাটপাড় এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় মাহিন্দ্রার এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল বাসেদ (৭০)।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
সান নিউজ/এসকে