জেলা প্রাতিনিধি: পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের তাপমাত্রা ৯ ডিগ্রি
শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে দুর্ঘটনা রোধে রাত সাড়ে ১০ টার সময় ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
কনকনে শীতে আটকা পড়া যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন: সবজি খেতে মিলল নবজাতকের মরদেহ
জানা যায়, এই দুই নৌরুটে সন্ধ্যার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০ টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শত্রুতার জেরে কলা গাছ কর্তন
তিনি জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে ১০ টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
সান নিউজ/এসকে