নিজস্ব প্রতিবেদক: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আরও পড়ুন: অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে আলাউদ্দিন ব্যাপারী (৪৫) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত আলাউদ্দিন ব্যাপারী ওই উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউনুছ ব্যাপারীর ছেলে।
আরও পড়ুন: ঢাকা-টাঙ্গাইল সড়কে তীব্র যানজট
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির গরু চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরদিন বুধবার সকালে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় গরুর মালিক আনোয়ার হোসেন গরু চোর নিহত আলাউদ্দিনের নামে মামলা করেন। এখন যেহেতু আসামি আলাউদ্দিন মারা গেছে, সেহেতু এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সান নিউজ/এসকে