ভোলা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) ও ভোলা -৩ লালমোহন-তজুমদ্দিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল ও নুরনবী চৌধুরী শাওন এর জন্য নৌকায় ভোট চেয়েছেন বোরহানউদ্দিন উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান মোহাব্বত জান চৌধুরী।
আরও পড়ুন: পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত ৫
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে লালমোহন উপজেলার বিভিন্ন বাজারে নুরনবী চৌধুরী শাওন এ সমর্থন আদায়ে নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সাধারণ ভোটারদের কাছে ভোট চান।
মোহাব্বত জান চৌধুরী বলেন, একজন রাজনীতিবিদের বড় অর্জন সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন। ইতোমধ্যে নরুনবী চৌধুরী শাওন তার কর্মকাণ্ডের মাধ্যমে লালমোহন-তজুমদ্দিন বাসীর হৃদয় জয় করে নিয়েছেন৷ যার কারণেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ বারের মতো ভোলা -৩ আসন থেকে নৌকার প্রার্থী করেছেন। এটিই নূর নবী চৌধুরী শাওন কর্মের একটা স্বীকৃতি। দলের জন্য আত্মনিবেদিত হয়ে কাজ করলে শেখ হাসিনা অবশ্যই মূল্যায়ন করেন এটাই তার প্রমাণ।
আরও পড়ুন: বিজিবির গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ
এসময় তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় দ্বীপ জেলা ভোলায় অনেক উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী সবাই ভোটকেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দিয়ে নুরনবী চৌধুরী শাওন সহ ভোলার ৪ টি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয় করার অনুরোধ জানান।
এ সময় তার উপস্থিত ছিলেন -কেরানীগঞ্জ ঢাকাস্থ ভোলা সমিতির সভাপতি মোঃ মাসুদ মিয়া,জাতীয় পার্টি (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুর ইসলাম মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক লীগের সভাপতি হারুন মাতাব্বর সহ আরো অনেকে এ-সময় উপস্থিত ছিলেন।
সান নিউজ/এএ