জেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ ভারতীয় নাগরিকসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : বিএনপির রাজনীতি করার অধিকার নেই
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাকিদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
আরও পড়ুন : নওগাঁ-২ আসনের ভোট স্থগিত
আহত দুই ভারতীয় নাগরিক হলেন- পশ্চিমবঙ্গের অশোকনগর এলাকার নিখিল মালাকার ও গুমা এলাকার স্বরস্বতী হালদার। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাজাদা (৪০), সাতক্ষীরার আশাশুনি উপজেলার মজগুনী গ্রামের মিতা (৫০), কালীগঞ্জ উপজেলার দমদম গ্রামের মোসলেমা খাতুন (৩৫) ও তার মেয়ে আয়শা (৪), সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের শরিফা খাতুন (৩৫) ও তার মেয়ে হাসনা হেনা (২২), তালা উপজেলা কামাশডাঙ্গা গ্রামের কৃষ্ণরানী মণ্ডল (৩০)।
আরও পড়ুন : অপরাধ বুঝেই ব্যবস্থা
পুলিশ ও স্থানীয়রা বলেন, যাত্রীবাহী একটি বাস খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাওয়ার সময় একটি পাথর ভর্তি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক উভয়েই দুমড়ে মুচড়ে গিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা এসে আহতদের উদ্ধার করে। আহতদের তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, আহতদের সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সান নিউজ/এমআর