সংগৃহীত
সারাদেশ

৫ দিন পর শ্রমিকের মৃত্যু 

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাটির চুলায় রান্না করতে গিয়ে বৃষ্টি আক্তার (২৬) নামের এক পোশাকশ্রমিক অগ্নিদগ্ধ হয়ে ৫ দিন পর বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা গেছেন।

আরও পড়ুন: বিরিয়ানি না পেয়ে চেয়ার ভাঙচুর

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃষ্টি শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় কালার ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন তিনি।

এসআই সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তদন্ত করে জানতে পারি, চুলার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তার। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বৃষ্টির শাশুড়ি আমেনা খাতুন জানায়, গত রোববার সন্ধ্যার পর বৃষ্টি লাকড়ির চুলায় রান্না করতে যায়। অসাবধানতাবশত কোনো এক সময় চুলার আগুন গায়ের ওড়নায় লেগে যায়। হঠাৎ তার চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখি, উঠানে দৌড়াদৌড়ি করছে সে। আগুন জ্বলছে তার গায়ে । আমি ও আমার আরেক পুত্রবধূ শাহনাজ পানি ঢেলে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের শ্বশুর আজিজুল হক বলছেন, ৫ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসকেরা। বৃষ্টির শরীরের ৬৩ ভাগ পুড়ে গিয়েছিলো।

আরও পড়ুন: জনসভাস্থলে যাচ্ছেন নেতাকর্মীরা

বৃষ্টির ভাই রিপন মিয়া জানান, অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে যাই। বোনের সঙ্গে কথা হয়েছে। সে বলেছে, রান্না করতে গিয়েই তার শরীরে আগুন লেগেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে। এরপর আমি শ্রীপুর থানার পুলিশকে এ বিষয়টি অবহিত করি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-...

ঈদে যৌথবাহিনীর টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী, বিজি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা