জেলা প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ২ দফায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেন লাইনচ্যুত
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে কর্তৃপক্ষ এ ফেরি চলাচল শুরু করে।
এর আগে রোববার (২৪ ডিসেম্বর) রাত দেড়টা থেকে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কমে গেলে মাঝে ভোর ৫টার দিকে কিছু সময়ের জন্য চালু হলেও আবার বন্ধ করা হয় ফেরি চলাচল।
আরও পড়ুন: তীব্র দুর্গন্ধে চলছে চিকিৎসা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, রোববার রাত ১০টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার মাত্রা বেড়ে গেলে রাত দেড়টার দিকে ফেরি চলাচলের চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আজ সকাল ৮টায় নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
সান নিউজ/এএ