নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে ট্রাক-ট্রেনের ধাক্কায় পারভেজ ও নাজমুল নামের ২ জন নিহত হয়েছেন।
আরও পড়ুৃন: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
রোববার (২৪ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক। তার বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর হেলপার নাজমুলের বাড়ি একই জেলার মহেশপুরের আজমপুর গ্রামে।
আরও পড়ুৃন: নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে আগুন
ফায়ার সার্ভিস কর্মী আব্দুস সালাম বলেন, মহেশপুর থেকে মালবাহী একটি ট্রাক যশোর আসছিল। পথে রেল ক্রসিং অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। পরে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি এবং পুলিশে খবর দেই।
রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুৃন: পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, সংবাদ পেয়ে যশোর পুলিশ নিহতদের উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সান নিউজ/ এসকে