ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২ দিনব্যাপী ভোটগ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আরও পড়ুন: বিমানবন্দর সড়কে ট্রাফিক নির্দেশনা
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় কাঠালিয়া সরকারি পাইলটমডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়।
ঢাকার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।
আরও পড়ুন: মাঠে নামছে সেনাবাহিনী
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. আফরেজুল হক টুটুল, সহকারি জেলা প্রশাসক সার্বিক মো. রুহুল আমিন, রজস্ব মো. মামুন সিবলী, রাজাপুর কাঠালিয়ার সহকারি পুলিশ সুপার সার্কেল মো. মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছালেক, সহকারি কমিশনার ভুমি ফারজানা ববি মিতু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আ. ছত্তার ও কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকারসহ আরও অনেকে।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০ টি ভোট কেন্দ্রের বিভিন্ন ইউনিয়নের ৮৬৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
সান নিউজ/এনজে