জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে সিলেট পৌঁছেছেন। সেখানে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেছেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা
বুধবার (২০ ডিসেম্বর) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি বলেন, অগ্নি সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সাধারণ মানুষ ভোট চায়, উন্নয়ন চায়। তাই বিএনপি-জামায়াতের হরতাল অবরোধে তারা সাড়া দিচ্ছেন না।
তিনি আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ ভোট দিয়ে নৌকাকে নির্বাচিত করবেন।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল সাংবাদিকের
মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন। এদিন বিকেল ৩টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা এবং মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
সান নিউজ/এসকে