নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরের জায়গা স্বল্পতায় আমদানি পণ্য খালাসে জটিলতাসহ নানা অভিযোগে ভারতীয় ট্রাকচালকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষের অবকাঠামো উন্নয়ন ও দ্রুত পণ্য খালাস ব্যবস্থার আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘গত সপ্তাহে ওপারে ভারতের পেট্রাপোল বন্দরের ট্রাকশ্রমিকদের ইউনিয়ন বঁনগা মটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আল্টিমেটাম দিয়ে জানিয়েছিল, ‘বেনাপোল বন্দরে দ্রুত পণ্য খালাসে স্থায়ী ব্যবস্থা না হলে তারা ৭ সেপ্টেম্বর থেকে পণ্য পরিবহন বন্ধ রাখবেন। এ সংক্রান্ত একটি চিঠিও তারা বিভিন্ন দপ্তরে পাঠান। পরে আমরা বিষয়টি নিয়ে ট্রাকশ্রমিক নেতাদের সঙ্গে কথা বলি। সেখানে ফলপ্রসূ আলোচনায় তারা ধর্মঘট তুলে নেন। বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য স্বাভাবিক চলছে।’
বঁনগা মটর শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষ বলেন, ‘বেনাপোল বন্দরের অবকাঠামো সমস্যায় আমাদের দীর্ঘ সময় পণ্য খালাসের জন্য দাঁড়িয়ে থাকতে হতো। যার কারণে আমাদের শ্রমিক নেতারা ধর্মঘটের ডাক দেন। তবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ উন্নয়নের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।’
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল বলেন, ‘ভারতীয় ট্রাকচালকেরা বন্দরের অব্যবস্থাপনার অভিযোগ এনে এ পথে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। তাদের সঙ্গে আমাদের প্রতিনিধিদের কথা হয়েছে। খুব দ্রুত এ বন্দরের সমস্যা সমাধান হবে জানানো হলে তারা সন্তোষ প্রকাশ করে ধর্মঘট তুলে নিয়েছেন।’
‘আমরা ইতোমধ্যে বন্দরের বেশ কিছু অবকাঠামো উন্নয়ন করেছি। এবং বাণিজ্য সম্প্রসারণে নতুন জায়গা অধিগ্রহণ, পণ্যগার বাড়ানো, চুরি রোধে সিসি ক্যামেরা ও বন্দরের চারপাশে প্রাচীর নির্মাণের পরিকল্পনা রয়েছে।’