নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী জমাদ্দারহাট থেকে বটতলা বাজার পর্যন্ত সড়কটির পুনর্নির্মাণ কাজ ঠিকাদারি প্রতিষ্ঠান চার বছরেও শেষ করেনি বলে অভিযোগ করেছে ‘সামাজিক আন্দোলন, কাঠালিয়া’।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ ভবনের সামনের সড়কে রাস্তাটির নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ ও স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির সদস্য ও এলাকাবাসী।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে এলজিইডি কর্তৃপক্ষ এ রাস্তাটি পুনর্নির্মাণের কার্যাদেশ দেয়। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয় সোয়া এক কোটি টাকা। চুক্তি অনুসারে রাস্তাটির কাজ ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স কোনো কাজ না করে রাস্তাটি ফেলে রেখেছে। তবে কয়েকটি কালভার্টের আংশিক সংস্কার করেছে। ফলে মারাত্মক জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।
অতিষ্ঠ এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটির নির্মাণ সম্পন্নের দাবি জানিয়েছেন মানববন্ধন থেকে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার ও উপজেলা প্রকৌশলী বিপুল কুমার অধিকারীর কাছে স্মারকলিপি তুলে দেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সামাজিক আন্দোলন, কাঠালিয়া- এর প্রতিষ্ঠাতা ও আহবায়ক মো. তুহিন সিকদার, যুগ্ম আহবায়ক মো. নিয়াজ খান, প্রভাষক মো. রুস্তম আলী, সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান খান, শিক্ষক শাহারুম খান, মো. মোশারেফ হোসেন, মো. আ. রাজ্জাক, মিশু সিকদার, মামুন জমাদ্দার, হাসান খান প্রমুখখ।
মেসার্স ইসলাম ব্রাদার্সের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন কারণেই ওই কাজটি শেষ করতে পারিনি। সর্বশেষ করোনায় শ্রমিক সংকটে কাজ বন্ধ ছিল। তবে খুব শিগগিরই শুরু করে দেওয়া হবে।’
ঝালকাঠি এলজিইডির নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, বর্ষাকাল শেষ হলে কাজ শুরু হবে। বিভিন্ন কারণে সময় বাড়ানো হলেও করোনাকালে কাজ করা যায়নি।