সংগৃহীত
সারাদেশ

লোকালয়ে দেখা মিলছে হনুমানের

জেলা প্রতিনিধি: শুধুমাত্র সাতক্ষীরার গাছে গাছে লাফিয়ে বেড়াচ্ছে না, বাসাবাড়িতেও ছুটছে এই বিরল প্রজাতির কালোমুখো হনুমান। কালোমুখো হনুমান দলছুট হয়ে পড়েছে খাদ্যের অভাবে। কোথাও ৬টি আবার কোথাও ৪-৫টি একসঙ্গে ঘুরতে দেখা যাচ্ছে। এই মহল্লাতে ভিড় করছেন উৎসুক জনতা হনুমানগুলো দেখার জন্য।

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাএা পঞ্চগড়ে

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে তালা ও পাটকেলঘাটা এলাকার বিভিন্ন গাছে, বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাচীরের ওপর ঘুরে বেড়াতে দেখা যায় কালোমুখো হনুমানদের। উৎসুক জনতার মধ্যে অনেকে হনুমানগুলোকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি খেতে দিচ্ছে এবং অনেকে আবার হনুমানকে নানাভাবে বিরক্তও করছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্প্রতি এমন দুটি হনুমান দেখা গেছে সেগুলো কিছুটা দুর্বল ও বিমর্ষ।

জানা যায়, কেশবপুর ও পার্শ্ববর্তী এলাকা বালিয়াডাঙ্গা, ব্রহ্মকাঠি, রামচন্দ্রপুর, দুর্গাপুর, সাবদিয়া, মজিদপুর এলাকায় সাড়ে ৪০০-৫০০টি হনুমান বসবাস করছে। কিন্তু কেশবপুর পশু হাসপাতাল ও খাদ্যগুদাম এলাকায় এগুলোকে বেশি দেখা যায়। কবি মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত সাগরদাঁড়ি দেখতে সারাবছর কমবেশী পর্যটক আসেন এবং তাদের দেওয়া খাবারেই এসব হনুমানের জীবন চলত।

আরও পড়ুন: অপশক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব

সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এ বি এম আব্দুর রউফ বলেন, কালোমুখো হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। বৈশ্বিক বিরূপ আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য সংকটি এবং প্রতিকূল পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে।

তিনি আরও বলেন, লোকালয়ে আসা কোনো কোনো হনুমান বনে ফিরে যায়, আবার অনেক হনুমান মারাও যায়। লোকালয়ে এলে হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচানোর আহ্বান জানান এই প্রাণিসম্পদ অফিসার।

সান নিউজ/এএন/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা