খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসানের বদলিতে বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
আরও পড়ুন: রেললাইনে নাশকতায় কঠোর হুঁশিয়ারি
সোমবার (১১ ডিসেম্বর) বিকেল ৩ টায় ভূঞাপুর উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুজন-“সুশাসনের জন্য নাগরিক” উপজেলা শাখা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।
সুজন-এর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, সুুজন, প্রতিভা যুব ও ছাত্র সংগঠন, ভূঞাপুর ব্লাড ব্যাংক সংগঠন, ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপ, ফলদা শরিফুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়, গীতা স্কুল ও দি হাঙ্গার প্রজেক্ট প্রমুখ।
আরও পড়ুন: রেলযাত্রায় পুলিশের সংখ্যা বাড়ানো হবে
বক্তারা বলেন, এমন ভালো মানুষ যত বেশি থাকবে ততো সমাজ ও দেশ ভালো থাকবে। আমরা একটি ভালো অফিসারের বিদায় দিচ্ছি। এ সময় ইউএনও ও তার পরিবারের কল্যাণ, সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন বক্তারা।
নির্বাহী কর্মকর্তা মো. বেল্লাল হোসেন বলেন, এতো অল্প সময়ে ভূঞাপুরবাসী আমাকে সমৃদ্ধ করেছে। অফিসিয়াল কাজের বাইরেও আমি মানুষের সেবার জন্য কাজ করেছি। আমরা যে ভালো কাজটি করবো, সেটি থেকে যাবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি আবেগ-আপ্লুত হয়ে বলেন, প্রতিটি কর্মে প্রতিক্ষণে ভূঞাপুরের কথা মনে পড়বে। যেখানেই থাকি এখানকার মানুষগুলোর কথা কখনো ভুলতে পারবো না।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সান নিউজ/এনজে