জেলা প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মায়ের সাথে অভিমান করে মোহাম্মদ ওয়াজেদ হাসান (১৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: বাগেরহাটে দিঘী থেকে মরদেহ উদ্ধার
সোমবার (৪ ডিসেম্বর) রাত ১ টার দিকে উপজেলার পৌরসভার পূর্ব গোমদন্ডী ৩ নং ওয়ার্ডের কমর আলী মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ হাসান শামিমা আক্তারের ছেলে। সে গোমদন্ডী সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ৩ ভাইয়ের মধ্যে ওয়াজেদ সবার বড়।
আরও পড়ুন: চলতি মাসে শৈত্যপ্রবাহের আশঙ্কা
স্থানীয়রা জানান, রাতে দেরি করে বাড়ি আসায় মা ঘরের দরজা না খোলার কারণে অভিমান করে ঘরের সামনে ফাঁসিতে নিয়ে ওয়াজেদ আত্মহত্যা করেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শর করেছে। লাশটি মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/একে/এনজে