নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা চলমান ৯ দফা অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: ভিক্টর পরিবহনে আগুন
রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার আকবরশাহ মাজার জামে মসজিদের সামনে এই অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ জানিয়েছে, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনে এবং এতে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে আকবরশাহ এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে বলে জানিয়েছেন বাসের হেলপার ও চালক।
আরও পড়ুন: রাজধানীতে নারীর লাশ উদ্ধার
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন মো. আকবর জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে অবস্থান করে আকবারশাহ মাজার জামে মসজিদের সামনে বাসটিতে আগুন দিয়েছে । ঘটনাস্থলে এসে বাসের পেছনের সিটে আগুন দিয়ে অন্য যাত্রীদের সঙ্গে নেমে যায়। আগুনে বাসের পেছনের কয়েকটি সিট সম্পূর্ণ পুড়ে যায়।
তিনি আরও জানান, বাসটি নগরীর ৪ নম্বর রুটে চলাচল করে। রাতে কর্ণেলহাট ও একেখান গেট থেকে ২০ যাত্রী নিয়ে ওয়্যারলেস এলাকায় যাচ্ছিল বাসটি। পথে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
সান নিউজ/এসকে