নিজস্ব প্রতিবেদক: ছুটির দিন ব্যক্তিগত এবং মালবাহী যানবাহনের চাপ বেশি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আরও পড়ুন: বিএনপির হরতাল-অবরোধ সফল হয়নি
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, এ মহাসড়কে নারায়ণগঞ্জ অংশের চট্টগ্রামমুখী লেনে যানবাহনগুলো থেমে থেমে চলাচল করলেও সোনারগাঁয়ের চৈত্রী গার্মেন্ট থেকে মেঘনাঘাট টোলপ্লাজা পর্যন্ত ৫ কিলোমিটার তীব্র যানজট তৈরি হয়েছে।
এই সময় সড়কের পাশের পাম্প স্টেশনগুলোতেও যানবাহনের প্রচুর চাপ দেখা যায়। এতে টোল নিতে মেঘনাঘাট টোলপ্লাজা কর্তৃপক্ষকে গিয়ে হিমশিম খেতে হয়।
আরও পড়ুন: যাত্রী নিয়ে ছুটল ‘কক্সবাজার এক্সপ্রেস’
এক যাত্রী শরীফুল ইসলাম জানান, পারিবারিক কাজে ব্যক্তিগত গাড়ি নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে যাত্রা করেছি। চৈত্রী থেকে টোলপ্লাজা পর্যন্ত যেতে সোয়া ১ ঘণ্টা লেগেছে। এর আগে এ পথ পাড়ি দিতে সর্বোচ্চ ১০/১৫ মিনিট সময় লাগতো।
আরেক যাত্রী ইসরাফিল হোসেন বলেন, বন্ধুরা মিলে চট্টগ্রামে ভ্রমণের জন্য বের হয়েছি। হরতাল-অবরোধের কারণে অন্যদিন প্রাইভেটকার নিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ। তাই ছুটির দিনে বের হয়েছি। এখন যানজটের কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সান নিউজ/এসকে/এনজে