জেলা প্রতিনিধি: বরিশালের সিঅ্যান্ডবি রোডে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
আরও পড়ুন : ট্রাক্টরের চাপায় প্রাণ গেল চালকের
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে বরিশাল নগরীর কাজীপাড়া সংলগ্ন সিঅ্যান্ডবি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ।
নিহত শিক্ষার্থীর নাম তৌফিক আহম্মেদ শুভ। তিনি ওই কলেজের এমবিবিএস ৪৮তম ব্যাচের শিক্ষার্থী। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের গোমা এলাকার বাসিন্দা মতিউর রহমানের ছেলে শুভ।
আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা বাসে আগুন
অভিযুক্ত ট্রাকের ড্রাইভার রিয়াজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রিয়াজ মাগুরা সদরের বাসিন্দা।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার জানান, নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকটি আমতলা মোড়ের দিকে যাওয়ার পথে সিঅ্যান্ডবি রোডের কাজিপাড়া পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। আহত হন আরও ৩ যাত্রী।
আরও পড়ুন : চাল বোঝাই ট্রাকে আগুন, দগ্ধ ২
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়জুল করিম জানান, ঘটনার পরপরই ট্রাকের ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এসকে/এমআর