জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনে ট্রেনের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় ১৫ ঘণ্টা পর কিশোরগঞ্জ-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: আবাসিক হোটেলে দর্জির মরদেহ
রোববার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শেষ হয়।
বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ রেল স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে ময়মনসিংহের ঈশ্বরদী ও ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া থেকে ২ টি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে গতকাল রাত ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন: ভারত সফরে প্রধান বিচারপতি
প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষ হয়। দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় এ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। ফলে ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে গিয়ে ইঞ্জিন ঘুরিয়ে রাতেই আবার চট্টগ্রামের দিকে যাত্রা করে।
এছাড়া এগারসিন্দুর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে এসে কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে রাতে যাত্রাবিরতি করে সকালে সেখান থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়।
আরও পড়ুন: আজ এইচএসসির ফল প্রকাশ
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আজ বিকেল ৪ টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি বর্তমানে কিশোরগঞ্জ স্টেশনে অবস্থান করছে।
এর আগে শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া ৪ টার দিকে গচিহাটা স্টেশনে প্রবেশ করার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি পয়েন্ট ভুলে দাঁড়িয়ে থাকা ময়মনসিংহের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনে উঠে যায়।
এ সময় চালক দ্রুত ব্রেক করলে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩ টি বগি লাইনচ্যুত হয়।
সান নিউজ/এনজে