নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের ২ জন যাত্রী নিহত হয়েছেন। ভ্যানে থাকা আরও ২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার (২৫ নভেম্বর) পার্বতীপুর ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ী এলাকায় রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান।
নিহতরা উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মজিদ এবং পলাশবাড়ী ইউনিয়নের হলদিবাড়ি দোলাপাড়া গ্রামের আতিকুর রহমানের ছেলে ভ্যানচালক লালু।
আরও পড়ুন: ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত লালু চন্ডিপুর থেকে ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী নিয়ে পার্বতীপুর শহরের দিকে যাচ্ছিল। হলদিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। এই সময় আহত হন ৩ ভ্যানযাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সান নিউজ/এসকে/এএ