মো: রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয় নদী থেকে আব্দুস সামাদ (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল নানি-নাতির
শনিবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ পৌরসভার বোডিং পাড়া এলাকা ঘেসা করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আব্দুস সামাদ উপজেলার বোডিং পাড়া এলাকার মৃত মহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস সামাদ একজন নার্সারী চারা বিক্রেতা ছিলেন। তিনি প্রতিদিন করতোয়া নদীতে পাখি শিকার করতেন বলে জানা যায়। আজ ভোরে পাখি শিকারের উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হয়ে নদীর দিকে রওনা হন।
আরও পড়ুন: ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪
এ সময় নদীতে পাখি শিকার করা ফাঁদের নিকটে হাটু পানিতে পড়ে থাকতে দেখেন এক স্থানীয়। পরে তার দেওয়া খবরে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে মৃতের পরিবারের লোকজনের কাছ থেকে খবর নিয়ে জানা যায়, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন।
দেবীগঞ্জ থানার পরিদর্শক রঞ্জু আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক জনিত কারণে তিনি মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ সমাহিত করার জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এনজে