জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
আরও পড়ুন : পলাতক আসামি আটক
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে কটিয়াদীর গচিহাটা স্টেশনে ট্রেনটি প্রবেশের এ ঘটনা ঘটে।
ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে দুই ট্রেনের বহু যাত্রী।
আরও পড়ুন : ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ৪
কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদীর গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। ইঞ্জিনসহ ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ময়মনসিংহের উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর পাঠানো হয়েছে। আখাউড়ার থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করবে।
সান নিউজ/এমআর