জেলা প্রতিনিধি: দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ট্রেনের বগি লাইনচ্যুত ঘটনায় সাড়ে ৫ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ডিভিশনাল পশ্চিম অঞ্চলের ম্যানেজার নূর মোহাম্মদ (পাকশী) এ তথ্য জানিয়ে বলেন, এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন: শশুর হত্যায় জামাই-শাশুড়ির যাবজ্জীবন
এর আগে বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যালে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার জানান, দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুর থেকে ছেড়ে ঢাকাগামী চালবাহী একটি মালট্রেন আব্দুলপুর স্টেশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছালে হঠাৎ করেই তিনটি বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় এই লাইনের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
তিনি আরও বলেন, এই দুর্ঘটনার কারণে নাটোর স্টেশনে আটকা পড়ে আছে চিলাহাটী থেকে খুলনা অভিমুখী রকেট মেইল ও রাজশাহী অভিমুখী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন কল করা হয়েছে বলেও জানান তিনি।
সান নিউজ/টিও