নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় আহসান হাবিব (৪৫) নামের সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।
আরও পড়ুন: ট্রাক্টরের চাপায় নিহত ১
বুধবার (২২ নভেম্বর) ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আহসান শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।
ঘটনার বর্ণনা দিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে নন্দীগ্রাম থেকে অটোরিকশা নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সম্পত্তির জন্য ভাইকে খুন
নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্বাস আলী জানায়, অজ্ঞাত ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক মারা গেছেন। অটোরিকশাটি জব্দ করা হয়েছে, তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
সান নিউজ/এএ