বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ২১ নভেম্বর ২০২৩ ১২:০৭
সর্বশেষ আপডেট ২১ নভেম্বর ২০২৩ ১২:০৭

উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি: রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ স্বাভাবিক হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. আকবর ও বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৫৩ মিনিটের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করে রিলিফ উদ্ধারকর্মীরা। পরে আড়াইটার দিকে ঢাকার উদ্দেশ্যে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। এছাড়াও এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ইয়াবা রাখার দায়ে বৃদ্ধের যাবজ্জীবন

সকাল ১০ টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী এক‌টি রি‌লিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়। বেলা সোয়া ১০ টার দিকে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকর্মীরা। তবে যান্ত্রিক ত্রুটির কারণে সেটিও বিকল হয়ে যায়। যার ফলে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ।

অপরদিকে, রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে ঢাকাগামী একতা এক্সপ্রেসটি, সেতুর প‌শ্চিমে সিরাজগঞ্জ এক্স‌প্রেস ও জামতৈল স্টেশনে সিল্ক‌সি‌টি এক্স‌প্রেস ট্রেন ছাড়াও উত্তরবঙ্গগামী ধুমকেতু এক্সপ্রেস মির্জাপুরের মহেড়ায় ও নীলসাগর এক্স‌প্রেস মির্জাপুর স্টেশনে আটকা পড়ে‌। এতে করে ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা