জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ২ তরুণী
রোববার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহত দম্পতিরা- শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে রাকিবুল হাসান (৩৫) এবং তার স্ত্রী মিম খাতুন (২৬)। শাহবন্দেগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে দুধ বিক্রেতার মৃত্যু
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নাশতা তৈরি করার জন্য রান্নাঘরে যান মিম খাতুন। এ সময় চুলার সুইচে চাপ দিতেই হঠাৎ ঘরে আগুন লেগে যায়, এতে মিম খাতুন দগ্ধ হন। তার চিৎকারে পাশের ঘরে থাকা স্বামী রাকিবুল ইসলাম সাহায্য করতে গেলে তিনিও দগ্ধ হন।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে দম্পতির মৃত্যু হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের লাইনচ্যুত
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, এই ঘটনায় ঢাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সান নিউজ/একে/টিও