নিজস্ব প্রতিবেদক:
বেনাপোল (যশোর): দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের নিরাপত্তায় একজন ক্যাম্প কমান্ডারসহ (পিসি) চারজন সশস্ত্র আনসারকে দুইটি অস্ত্রসহ নিয়োগ দেওয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে যশোরের শার্শার ইউএনও কার্যালয়ে মোতায়েন করা হয়েছে আনসার সদস্যদের।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর নৃশংস হামলার প্রেক্ষিতে সরকার দেশের সকল ইউএনওর নিরাপত্তায় আনসার মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আনসার-ভিডিপি’র যশোর জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান জানান, অস্ত্র-গুলির নিরাপত্তাপূর্বক যথানিয়মে আনসার সদস্যদের অঙ্গীভূত করা হচ্ছে। জেলার উপজেলাগুলোতে ইতোমধ্যেই আনসার মোতায়েন করা হয়েছে।
গত বুধবার (০২ সেপ্টেম্বর) দিনগত রাতে সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। ইউএনও মাথায় গুরুতর আঘাত এবং তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকতা পূলক কুমার মণ্ডল জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে তার কার্যালয়ে ও বাসভবনে আনসার সদস্যরা নিরাপত্তা দিতে শুরু করেছেন।