নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন।
সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বিএসআরএম এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: মসজিদের দেয়ালে ককটেল বিস্ফোরণ
জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে বিএসআরএমের চেয়ারম্যান রোডের মুখে রেললাইনের পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়রা বলছে ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত লেগে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মত দিয়েছেন। তবে তারা বলছে লোকটি স্থানীয় বাসিন্দা নয় জানিয়ে নিশ্চিত করেছেন ।
চিনকী আস্তানা রেলওয়ের ঊর্ধ্বতন উপ-প্রকৌশলী রিটন চাকমা জানান, ট্রেনের ধাক্কায় কেউ মারা গেছেন এমন খবর শুনিনি। তবে খবর নিয়ে দেখছি।
আরও পড়ুন: নোয়াখালীতে পিকআপ ভ্যানে আগুন
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আমজাদ হোসেন বলেন, মিরসরাইয়ের বিএসআরএম এলাকায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহতের
এ বিষয়টি জানা নেই। খবর নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি। এরপর বিস্তারিত বলা যাবে।
সান নিউজ/এএ