জেলা প্রতিনিধি: মানিকগঞ্জের জাগীর এলাকায় বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের ২য় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের কাটা গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় ২ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বভাবিক করে।
আরও পড়ুন: মনপুরায় শেলিনা চৌধুরীকে সংবর্ধনা প্রদান
সোমবার (৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার জাগীর এলাকায় এই ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের জাগীর এলাকায় রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে কে বা কারা মহাসড়কের রাস্তার পাশের বড় একটি গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।
আরও পড়ুন: লক্ষ্মীপুর ৩-এ দুই পার্টির ভোট বর্জন
অন্যদিকে সকালে মানিকগঞ্জ-হরিরামপুর সড়কের সরুপাই বাজার এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে গিয়ে নেতাকর্মীদের ধাওয়া করে।
সান নিউজ/এএ