আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে খাগড়াছড়ির আলুটিলায় ট্রাকে আগুন দিয়ে সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টার সময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: র্যাবের হাতে বিএনপি নেত্রী আটক
রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে অবরোধের সমর্থনে দুপুর ১২ টার দিকে জেলা মহিলা দল পানখাইয়া পাড়া সড়কে মিছিল বের করে। বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন লাগিয়ে ও বড় বড় গাছ ফেলে অবরোধ সফল করার চেষ্টা করছে বলে জানা যায়।
অবরোধের কারণে জেলার অভ্যন্তরীণ সড়কে সিএনজি ও মোটরসাইকেল চলাচল করলেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: মতিঝিল গেল প্রথম মেট্রোরেল
খাগড়াছড়ি জেলা বিএনপির মিডিয়ার তথ্য অনুযায়ী, চলমান আন্দোলনে ৮ টি য় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়াসহ ৮ উপজেলায় ৩ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন অন্তত ৫২ জন নেতাকর্মী।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, খাগড়াছড়ির বিভিন্ন সড়কে জনগণের জানমালের নিরাপত্তায় পিকেটিং হতে পারে এমন স্থানগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সান নিউজ/এনজে