নিনা আফরিন, পটুয়াখালী: "পুলিশ জনতা ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।
আরও পড়ুন: ভালুকায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় দিবসটি উপলক্ষে পটুয়াখালী পুলিশ লাইন্সের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়ানো হয় এবং কেক কাটা হয়।
পরে শিশু একাডেমিতে আলোচনা সভায় পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী- ২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ।
আরও পড়ুন: ভালুকায় স্বর্ণের দোকান লুট, আটক ৫
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক হুমায়ন কবির।
এ সময় পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনজে