নিজস্ব প্রতিবেদক : অক্টোবর মাসের জন্য বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : পরীক্ষা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ
শিক্ষক ও কর্মচারীরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত বেতন ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
বুধবার (১ নভেম্বর) শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকে পাঠানো হয়।
আরও পড়ুন : রাবির সব একাডেমিক ভবনে তালা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করা যাবে।
সান নিউজ/এমআর