নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নাশকতা, সহিংসতা ও ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে এই তথ্য জানায় র্যাব। আহত ৩ পুলিশ সদস্য হলেন পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।
র্যাব বলছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। নাশকতা, সহিংসতা ও ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: আগুনে পুড়ে গৃহবধূ নিহত
বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির ১ম দিন গত মঙ্গলবার আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
সান নিউজ/এএ