নিজস্ব প্রতিবেদক: জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত
বুধবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে। মেরামত শেষে বিকেল ৩টার দিকে ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসার পথে ইঞ্জিন বিকল হয়। এতে করে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে ইঞ্জিন মেরামতের কাজ শুরু করলে পরে মেরামত শেষে দেড় ঘণ্টা পর ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে গেলে যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সান নিউজ/এএ