কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গণমাধ্যমকর্মীবৃন্দ প্রতিবাদ সমাবেশ করেছে।
আরও পড়ুন : পুলিশের গুলিতে পোশাকশ্রমিকের মৃত্যু
উলিপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ অক্টোবর) বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় নিহিত হন রফিক ভূইয়া নামের এক জেষ্ঠ্য সাংবাদিক।
আরও পড়ুন : নোয়াখালীতে ২৭ জেলেকে অর্থদণ্ড
সমাবেশে যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বেটুর সঞ্চালনায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক উলিপ্রু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল আলম বাবুল, সাবেক প্রতিষ্ঠা সভাপতি কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি মনজুরুল হান্নান, সমকাল প্রতিকার প্রতিনিধি মোন্নাফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু সাঈদ সরকার। এ সময় বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর