নিজস্ব প্রতিবেদক:
খুলনা: করোনা ভাইরাসের কারণে সুন্দরবনে পর্যটকদের ভ্রমণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। দীর্ঘদিন ভ্রমণ বন্ধ থাকায় বন্ধ হতে চলেছে শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। ফলে অর্থাভাবে এ খাতে নিযুক্ত শ্রমিকরাও দিশেহারা। এই অর্থনৈতিক দৈন্যদশা কাটিয়ে উঠতে পর্যটকদের জন্যে অবিলম্বে সুন্দরবন অবমুক্ত ঘোষণার দাবি জানিয়েছে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিডসহ সদস্যরা।
স্মারকলিপিতে বলা হয়, গত মার্চ থেকে সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি রয়েছে। শতাধিক ট্যুর অপারেটরের অর্ধশত পর্যটকবাহী জাহাজ বন্ধ থাকায় ট্যুর সংশ্লিষ্ট সহস্রাধিক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত। অন্য কোনো পেশা নেই, তাই উপার্জনহীন তারা। অবিলম্বে সুন্দরবনে পর্যটকদের প্রবেশাধিকার নিশ্চিত করলে তাদের জীবিকা নিশ্চিত হবে, সরকারও পাবে বিপুল পরিমাণ রাজস্ব।