ছবি: সংগৃহীত
সারাদেশ

বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন শেলিনা চৌধুরী

আদিল হোসেন তপু, ভোলা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার অগ্রগতি ও মানোন্নয়নে বিশেষ অবদানের জন্য ভোলা জেলার পরে এবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়াম্যান নির্বাচিত হয়েছেন ভোলা জেলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী।

আরও পড়ুন: টানেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন, শিশুদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা, শিশুদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী ক্রয়, অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণে সহযোগিতা ও শিক্ষার্থীদের পড়াশোনার তদারকি করার স্বীকৃতি স্বরূপ শেলিনা চৌধুরএক বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩-এ বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী ও বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন বাছাই কমিটিতে মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেন।

আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু

জানা যায়, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্য সেবা, শিক্ষার মানোন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনে সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে ত্বরান্বিত করায় বরিশাল বিভাগের ৪১ টি উপজেলার মধ্যে মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরীকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এছাড়া গত ২১ সেপ্টেম্বর ভোলা জেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ ভোলা জেলা শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মনপুরা উপজেলা চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী।

শেলিনা আক্তারের স্বামী ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জাফর উল্ল্যাহ চৌধুরী। বর্তমানে তিনি মনপুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বাসভবনে হামলা

এছাড়া ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনিত দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করে টানা ২ মেয়াদে মনপুরা উপজেলার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছে।

বর্তমানে তিনি ভোলা জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি, মনপুরা শিশু সনদ এতিম খানার সভাপতি এবং মনপুরায় বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে এসেছেন।

তিনি বঙ্গবীর ওসমানী স্মৃতি সম্মাননা, বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু সম্মাননা পদক, শেরে বাংলা একে ফজলুল হক সম্মাননা পদক, প্রিন্সেস ডায়না পদক, মাদার তেরেসা এ্যাওয়ার্ড, মহত্মা গান্ধী স্মৃতি সম্মননা পদক পেয়েছেন।

আরও পড়ুন: আরামবাগে হবে জামায়াতের সমাবেশ

শেলিনা আক্তার চৌধুরীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেনি পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

এ ব্যাপারে শেলিনা চৌধুরীর সাথে কথা হলে তিনি জানান, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিতে হলে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: রাজধানীতে বাস হামলায় আহত ২

রাজনৈতিক ও সরকারি কাজের পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ-খবর নিতে আমার অনেক ভালো লাগে। আগামী প্রজন্ম যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয়ে কাজ করতে পারে, সেই জন্য কাজ করছি।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে রুপকল্প ভিশন-২০৪১ ও দেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে যেন অগ্রণী ভূমিকা রাখতে পারে, এর জন্য কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা