নিজস্ব প্রতিনিধি:
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। রাতে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুট বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে যানজট। এতে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। ক্ষতির মুখে পড়ছেন পণ্যবাহী ব্যবসায়ীরা।
ঘাট কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে রাতের পর রাত শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে যানবাহনের জট। এতে অতিপ্রয়োজনীয় যানবাহন, অ্যাম্বুলেস, পরিবহন, ছোট যানবাহন অগ্রাধিকার দিতে গিয়ে জমে যাচ্ছে পণ্যবাহী ট্রাক।
এতে ঘাট জুড়ে যানবাহনের ৩ কিলোমিটার পর্যন্ত সারি তৈরি হয়েছে। অন্যদিকে অতিরিক্ত যানবাহনকে দুই টার্মিনাল ও ঘাট ভরে যাওয়ার ঘাট থেকে ৭ কিলোমিটার দূরে উথুলী সংযোগ মোড় থেকে আরিচা থানা পর্যন্ত ৩ কিলোমিটার এলাকা জুড়ে সারিবদ্ধ করে রাখা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের নাব্যতা ধরে রাখতে দুইটি ড্রেজার দিয়ে ড্রেজিং কাজ চলমান রয়েছে।