নিজস্ব প্রতিবেদক : ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মোকাদ্দেস মৃধা (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা
বুধবার(১৮ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মৃধাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী আলিম মিয়া জানায়, সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : সুদের টাকা আদায়ে বৃদ্ধার ঘরে তালা
তবে তিনি কী মামলায় কয়েদি ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার কয়েদি নম্বর ৯২৩৮/এ । তার বাবার নাম আব্দুল রাজ্জাক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পরপরিবারের কাছে তার মরদেহটি হস্তান্তর করা হবে।
সান নিউজ/এমএ