জেলা প্রতিনিধি : শরীয়তপুরে পুকুরে ডুবে সোহেল বয়াতী (৯) ও সাদিকুল ইসলাম (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার ধানুকা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বয়াতী ডামুড্যা উপজেলার চর গঙ্গেস কাঠি এলাকার মৃত আলী আহম্মদ বেপারীর ছেলে ও সাদিকুল ইসলাম গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকার মৃত মাহমুদুল হাসানের ছেলে।
আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোহেল বয়াতীর বাবা-মা কেউ বেঁচে নেই এবং সাদিকুল ইসলামের বাবা মারা গিয়েছেন। তারা দুজনই শহরের সরকারি শিশু পরিবারে থাকতো। বুধবার অন্যান্য শিশুরা শ্রেণিকক্ষে চলে গেলে সোহেল ও সাদিকুল সকলের অগোচরে সরকারি শিশু পরিবারের অস্থায়ী টিনশেড ভবনের পেছনের পুকুরে গোসলে নামে। তবে তারা সাঁতার না জানায় ডুবে যায়।
পরে সেখানকার সহকারী তত্ত্বাবধায়ক শিশু দুটির খোঁজ না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরঘাটে তাদের জামাকাপড় দেখে সকলে মিলে পুকুরের পানিতে নামলে দুজনকে একসঙ্গে উদ্ধার করেন। পরে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনেক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
নিহত সাদিকুল ইসলামের মামা জাহাঙ্গীর আলম জানান, আমার দুলাভাই মারা যাওয়ার পর ভাগনেকে গত মাসে শিশু পরিবারে দেওয়া হয়। আজ দুপুরের দিকে সেখান থেকে মোবাইলে ফোন করে আমাকে হাসপাতালে আসতে বলে। আমি হাসপাতালে আসার পর জানতে পারি আমার ভাগনেসহ আরেক শিশু পানিতে ডুবে মারা গেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমআর