নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪
বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনায় ত্রিশালের রাগামারা আহেদ আলী ছেলে সোহেল মিয়া (৩৫) ঘটনাস্থলে বাস চাপায় আহত হন। অন্যদের সাথে তাকেও উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় শতাধিক মৃত্যু
তিনি আরও জানান, এর আগে ৪ নিহত গার্মেন্টসকর্মী হলেন- সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮)। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ পরান নামের একটি বাসে সদরের চুরখাই ও ত্রিশাল থেকে ওঠেন গার্মেন্টস কর্মীরা। পথে চেলেরঘাট এলাকায় বাসটির চাকা প্যাংচার হয়ে যায়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল।
আরও পড়ুন: সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
গার্মেন্টস কর্মীরা নেমে তখন অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে বাসের কয়েক জন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান।
এ সময় রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই ৩ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন মারা যান।
ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ১ জনের মৃত্যু হয়েছে।
সান নিউজ/এনজে