রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ১১ অক্টোবর ২০২৩ ০৫:০৬
সর্বশেষ আপডেট ১১ অক্টোবর ২০২৩ ০৫:০৬

ত্রিশালে বাসচাপায় নিহত বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাসচাপায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এতে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া এ সময় প্রায় ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকার এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনায় ত্রিশালের রাগামারা আহেদ আলী ছেলে সোহেল মিয়া (৩৫) ঘটনাস্থলে বাস চাপায় আহত হন। অন্যদের সাথে তাকেও উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় শতাধিক মৃত্যু

তিনি আরও জানান, এর আগে ৪ নিহত গার্মেন্টসকর্মী হলেন- সদরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেতুলিয়া এলাকার জেসমিন আক্তার (৩০), নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৮)। অন্য জনের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ পরান নামের একটি বাসে সদরের চুরখাই ও ত্রিশাল থেকে ওঠেন গার্মেন্টস কর্মীরা। পথে চেলেরঘাট এলাকায় বাসটির চাকা প্যাংচার হয়ে যায়। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ চলছিল।

আরও পড়ুন: সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

গার্মেন্টস কর্মীরা নেমে তখন অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। পরে বাসের কয়েক জন যাত্রী ইসলাম পরিবহনের আরেকটি বাসকে সিগনাল দিয়ে দাঁড় করান।

এ সময় রাসেল গার্মেন্টসের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই ৩ জন ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১ জন মারা যান।

ত্রিশাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, এ ঘটনায় আহত ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে ১ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা