নিজস্ব প্রতিবেদক : স্বপ্নের পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি-পেশার ১১ জন যাত্রীদের সাথে ফরিদপুরের ভাঙ্গারা আসবেন।
আরও পড়ুন : অস্ত্রসহ ৩ আরএসও সদস্য গ্রেফতার
মঙ্গলবার (১০ আক্টোবর) বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতুতে ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
শেখ হাসিনা ২০১৭ সালের ২৯ মার্চ ফরিদপুর শহরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দিয়েছিলেন। প্রায় সাড়ে ৬ বছর পর আবারও তিনি ফরিদপুরে জনসভায় অংশ নিচ্ছেন।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেছেন, প্রধানমন্ত্রীর ফরিদপুরের সফরের সিদ্ধান্তের পরেই সরকার প্রধানের দফতর থেকে নির্দেশনা দিয়েছিল বিভিন্ন শ্রেণি পেশার একজন করে তালিকা করতে, যাদের সাথে তিনি ঢাকা-ফরিদপুরে ট্রেনে আসবেন। সব প্রস্তুতি শেষ হয়েছে ১১ জনকে মঙ্গলবার সকালে বিশেষ ব্যবস্থায় ঢাকা পাঠানো হবে।
আরও পড়ুন : ট্রাক-ট্রেনের সংঘর্ষে নিহত ১
প্রধানমন্ত্রীর সাথে সফরে যারা থাকবেন, তারা হলেন- বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সবজি বিক্রেতা হেলালউদ্দিন, গার্মেন্টস কর্মী রেখা বেগম, হকার রহিম শেখ, বাসচালক সুলতান আহমেদ, খ্রিস্টান মিশনের পালক সাথী চক্রবর্তী, আদর্শ পেঁয়াজ বীজ চাষি সাহিদা বেগম, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী স্বর্ণজিৎ ঘোষ, নুসরাত জাহান, মাদ্রাসা শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস।
সাংস্কৃতিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ জানান, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীনের পর যে অনুভূতি ছিল ঠিক তেমনি প্রথম বারের মতো পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর সাথে পাড়ি দেব এটা ভাবতে অবাক লাগছে।
আরও পড়ুন : মেঘনায় আরও ৩ মরদেহ উদ্ধার
গার্মেন্টস কর্মী রেখা বেগম বলেছেন, আমি সামান্য এবং নগণ্য নারী জানিনা কীভাবে এ সুযোগ পেলাম। মহান আল্লাহর কাছে শুকরিয়া। তিনি যেন বঙ্গবন্ধুর কন্যাকে দীর্ঘ হায়াত দান করেন।
সান নিউজ/ এমএ