মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বইলর মডেল নামক স্থানে গাড়ির জন্য অপেক্ষমান দুই গার্মেন্টসকর্মী পিকআপ চাপায় নিহত হয়েছে।
আরও পড়ুন : হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
সোমবার (৯ অক্টোবর) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী সুমি আক্তার (২৫), তিনি ভালুকা উপজেলার তেপান্তরে একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন। অপরজন হলেন, একই মহল্লার আজিজুল মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী আম্বিয়া বেগম (৩৫)।
আরও পড়ুন : মিরপুরে ছিনতাইকারী গ্রেফতার
স্থানীরা জানান, প্রতিদিনের মত সকালে কোম্পানিতে ডিউটি পালনের জন্য বাড়ি থেকে একসাথে বের হন সুমি আক্তার ও আম্বিয়া বেগম। মহাসড়ক পার হয়ে সড়কের পশ্চিম পাশ থেকে পূর্বপাশে কোম্পানির শ্রমিকবাহী বাসের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় সাথে থাকা আম্বিয়া বেগমের ছেলে ইয়াসিন প্রকৃতির ডাকে সারা দিতে পাশেই একটি ওয়াশরুমে যায়। এসময় ঢাকাগামী দ্রতগতির একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনা স্থলেই আম্বিয়া বেগম নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় সুমি আক্তারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন জানান, ঘাতক পিকআপটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে। আম্বিয়া বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ও সুমি আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সান নিউজ/এমআর