জেলা প্রতিনিধি: জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. হাফিজুর রহমান (৩৮) নামে এক চিকিৎসকের নিহত হয়েছেন।
আরও পড়ুন : বিস্ফোরণে শিশুসহ মা-বাবা দগ্ধ
রোববার (৮ অক্টোবর) সকাল ১০ টায় জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি মেষ্টা গ্রামে দুলাল মিয়ার ছেলে।
আরও পড়ুন : ধর্ষণ মামলায় আইনজীবী কারাগারে
স্থানীয়রা জানান, চিকিৎসক হাফিজুর মোটরসাইকেল করে জামালপুর শহর থেকে নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় জামালপুর মহাসড়কের জয়রামপুর এলাকায় বালু বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন বলেন, কর্মস্থলে যাওয়ার পথে হাফিজুর রহমান নামে ১ চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়েছে।
সান নিউজ/এমএ