জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের নাগের চরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাসায় শিশুসহ মা-বাবা দগ্ধ হয়েছেন।
আরও পড়ুন: ট্রাকের সংঘর্ষে পিকআপচালক নিহত
রোববার (৮ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধকৃত ব্যক্তিরা হলেন, অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের আড়াই বছর বয়সী ছেলে কাব্য।
দগ্ধদের স্বজন আরমান আলি বলেন, অরিজিৎ ব্যাংকে চাকরি করেন। ভোরের দিকে তার স্ত্রী দুধ গরম করতে চুলা জ্বালায়। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তারা ৩ জনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে দগ্ধ ২ শিশুর মৃত্যু
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানায়, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে একই পরিবারের ৩ জন আমাদের জরুরি বিভাগে আসে। আগুনে অরিজিৎ এর শরীরে ১৪%, রিংকুর ৮০% এবং কাব্যর ২০% শরীর দগ্ধ হয়েছে। শিশুটি ও তার মায়ের অবস্থা আশঙ্কাজনক।
সান নিউজ/এএ