জেলা প্রতিনিধি: ফেনীতে পিপলু মজুমদার নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন : শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত পিপলু ফেনী পৌরসভার মৃত অমর বিন্দু মজুমদারের ছেলে। তিনি ফেনী জজকোর্টের একজন আইনজীবী। বিবাহিত জীবনে তিনি এক সন্তানের জনক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি ঐ গৃহবধূর সাথে পিপলুর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এরপর ধর্মের কথা গোপন করে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অভিযুক্ত পিপলু তার নাম মোশারফ হোসেন তুহিন এবং একজন ব্যাংকার হিসেবে পরিচয় দেন।
আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মঙ্গলবার (৩ অক্টোবর) তাকে বিয়ের প্রলোভনে ডেকে এনে বাসায় আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ করেন। তখন গৃহবধূ জানতে পারেন পিপলু সনাতন ধর্মাবলম্বী এবং আইনজীবী।
ভুক্তভোগী বলেন, পরিচয়ের শুরুতে পিপলু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দেয়। পরে ৩ দিন বাসায় রাখার পর বিয়ে না করে বিভিন্নভাবে হয়রানি করেন।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানায়, গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে ঐ বাসা থেকে বৃহস্পতিবার রাতে পিপলু ও গৃহবধূকে উদ্ধার করা হয়। শুক্রবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, ভুক্তভোগী গৃহবধূর শারীরিক পরীক্ষা শেষ হয়েছে। রোববার তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন।
সান নিউজ/এমএ