জেলা প্রতিনিধি: যশোর জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ১ জন ও শার্শায় ২ জন।
আরও পড়ুন: ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত
শনিবার (৭ অক্টোবর) সকালে পুলিশ জানায়, ঝিকরগাছা উপজেলা মোড়ে মোটরসাইকেলে থেকে পড়ে সাগর হোসেন নামের ১ যুবক নিহত হয়েছে। ঢাকা যাত্রাবাড়ির দক্ষিণ কুতুবখালির আরসাদ আলীর ছেলে তিনি। যশোরের মণিরামপুরের দোলননগর গ্রামে তার গ্রামের বাড়ি। তার লাশ উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।
আরও পড়ুন: হ্যান্ডকাপ নিয়ে পালাল ৪ জুয়াড়ি
যশোরের কেশবপুরে পিকআপের ধাক্কায় সুশিলা রায় নামে ১ বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মঙ্গলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুশিলা রায় উপজেলার বসুন্তিয়া গ্রামের মৃত সুনীল রায়ের স্ত্রী। উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের মেম্বার কামরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সুশিলা সকালে যশোর-চুকনগর সড়কের মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশ দিয়ে হাঁটার সময় কেশবপুর থেকে চুকনগরগামী একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে সড়কের পাশে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি জানান, ঐ বৃদ্ধাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
আরও পড়ুন: পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
অপরদিকে, জেলার শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে গাছের ধাক্কায় লেগে গোলাম ফারুক ও সোহেল রানা নামে ২ জন নিহত হয়েছেন। এতে রাজ কুমার রায় রাজন নামে অপর একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৬ই অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে।
নিহত গোলাম ফারুক যশোর কোতোয়ালী থানার গাজীপাড়ার আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারের ছেলে।
আরও পড়ুন: পাবনায় জেলেদের মাঝে চাল বিতরণ
খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মিরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমার রায় রাজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে।
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
সান নিউজ/এএ