কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অনিয়মে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুধবার (৪ সেপ্টেম্বর) এ জরিমানা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন।
আরও পড়ুন : খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের অর্থ বিতরণ
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বোয়ালমারী পৌর সদরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় বোয়ালমারী পৌর সদরের পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৮৬০ এর ২৬৯/১৯৮২ এর ১৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়। প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের মালিক মফিজুরকে ২৫ হাজার, মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের রাকিবকে ২০ হাজার এবং জননী ডায়াগনস্টিক সেন্টারের তুষার, মোল্লা ডায়াগনস্টিক সেন্টার ও মক্কা ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, বিভিন্ন অনিয়ম পাওয়ায় ৫ টি ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/এমআর